Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

৯০ তে পা রাখলেন প্রবীন সাংবাদিক ও শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ ফরিদপুর

৯০ তে পা রাখলেন প্রবীন সাংবাদিক ও শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ

ফরিদপুরের প্রবীন সাংবাদিক ও শিক্ষাবিদ  জগদীশ চন্দ্র ঘোষ সবার প্রিয় তারাপদ স্যার সোমবার (৬ আগষ্ট ) ৯০ তে পা রেখেছেন। তার ৯০তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে সকালে ঝিলটুলীস্থ বাসভবনে প্রবীন হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখা, ফরিদপুর সাহিত্য পরিষদ, অবসর প্রাপ্ত শিক্ষক ফোরাম ও সরকারী রাজেন্দ্র কলেজ অবসর প্রাপ্ত শিক্ষক সমিতির পক্ষথেকে তারাপদ স্যারকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও আশির্বাদ জানানো হয়।

 পরে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়। এ সময় প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুরের সভাপতি ডা. এম.এ. জলিল, প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুরের সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, অবসর প্রাপ্ত শিক্ষক ফোরাম ফরিদপুরের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, সরকারী রাজেন্দ্র কলেজ অবসর প্রাপ্ত শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর শরীফ আমিরউদ্দিন,সাধারন সম্পাদক প্রফেসর প্রশান্ত কুমার বিশ্বাস,কোষাধক্ষ প্রফেসর আব্দুল হামিদমোল্লা, প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ মোজাফ্ফর হোসেন, সমাজ সেবক ও এন জি ও ব্যক্তিত্ব মোঃ আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন ঘোষ, অধ্যাপিকা শিপ্রা রায় ও ফরিদপুর প্রেস ক্লাবের কালচারাল সেক্রেটারী মাহবুব হোসেন পিয়াল উপস্থিত ছিলেন। এদিকে প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ এর ৯০ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে আজ সোমবার সন্ধ্যা ৭ টায় ক্লাব কার্যালয়ে জন্মদিনের কেক কাটা ও বিভিন্ন কর্মসূচী পালন করা হবে ।