Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

ফের এক সঙ্গে শাহরুখ-রানি-সলমন ? বিনোদন

ফের এক সঙ্গে শাহরুখ-রানি-সলমন ?

ঠিক ২০ বছর যদি পিছিয়ে যাওয়া যান, তাহলে শাহরুখ-রানি-সালমান, এই তিন তারকার একটি ছবির কথা মনে করতে পারবেন। ঠিকই ধরেছেন। কর্ণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ এবং সলমন। ওই ছবিতে ছিলেন কাজলও। কিন্তু তার পর এত বছরে আর তাঁদের এক সঙ্গে সে ভাবে দেখা যায়নি। তবে ফের নাকি আসতে চলেছে সেই সুযোগ।

শোনা যাচ্ছে, এবার আবার একসঙ্গে অনস্ক্রিন দেখা যাবে শাহরুখ, রানি এবং সালমানকে। না! কোনও ছবির জন্য নয়। বরং টেলিভিশনেই ঘটবে এই ঘটনা। বিষয়টি ঠিক কী?

শোনা যাচ্ছে, সালমান সদ্য তাঁর টেলিভিশন শো ‘দশ কা দম’-এর শুটিং শেষ করেছেন। এরই ফাইনাল এপিসোডে এই তিন তারকাকে ফের এক সঙ্গে দেখা যাবে। সকলে নাকি ওই শো-এ পারফর্মও করেছেন বলে খবর পাওয়া গেছে। আনন্দবাজার