Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

টানা বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান

টানা বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গত দুই দিনের টানা বর্ষণে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকালে বান্দরবানের পলুপাড়া ব্রিজ প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উভয় পাশে আটকা পড়েছে যানবাহনসহ যাত্রীরা।

স্থানীয়রা জানিয়েছেন, জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারণে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


এদিকে নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।