Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

টানা বৃষ্টির কারণে শিমুলিয়া ঘাটে যানবাহন: দীর্ঘ লাইন যাত্রীদের দুর্ভোগ মুন্সিগঞ্জ

টানা বৃষ্টির কারণে শিমুলিয়া ঘাটে যানবাহন: দীর্ঘ লাইন যাত্রীদের দুর্ভোগ

এক টানা বৃষ্টির কারণে সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার মুল প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগে দেখা দিয়েছে। এতে সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাটে ফেরি পারপারে যানবাহনের বাড়তি চাপ পড়েছে তিনগুনেরও বেশি।  ভোর থেকেই শিমুলিয়া ফেরিঘাটে হুমড়ি খেয়ে পড়ে দক্ষিণবঙ্গের লক্ষাধীক যাত্রী ও ২ হাজার ছোট বড় যানবাহন। 

এ সময় ফেরিঘাটে ২ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকে দক্ষিণবঙ্গগামী অর্ধশত যাত্রীবাহী বাসসহ ছোটবড় প্রায় দুই হাজার যানবাহন। শিমুলিয়া-কাঠালবাড়ি  নৌরুটে চারটি রো রো, ছয়টি ডাম্ব, তিনটি কে টাইপ অন্যান্ন ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করলেও নৌরুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। এতে করে দীর্ঘ যানজটে দক্ষিণবঙ্গের বিপুল যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার কারনে চরম দুর্ভোগে পড়েন।
এদিকে রাজধানী ঢাকা থেকে আসা ফরিদপুরগামী প্রাইভেটকারের যাত্রী মো. খলিল  জানান, সকাল ৫ টায় ঘাট এসে প্রায় ১২ ঘণ্টা ধরে অপেক্ষায় রয়েছি। এখনো ফেরী লাইনের সামনে যেতেই পারিনি।
এ ঘটনার সত্যতা স্বীকার কওে মাওয়া বিআইডবিøউটিসির ডিজিএম (বাণিজ্য) মোঃ খালিদ নেওয়াজ জানান, বর্তমানে শিমুলিয়া নৌরুটে রো রো, ডাম্প, কে টাইপ ও একটি ছোট ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। তবে টানা থেমে থেমে বৃষ্টির কারণে যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষারত যানবাহনের চাপ বাড়ছে। এমনিতেই বর্তমানে ঘাটে চাপ থাকে বেশি। সেই সাথে বৃষ্টি তাই  ঘাটে জনতার উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।