Opu Hasnat

আজ ২০ অক্টোবর শনিবার ২০১৮,

চট্টগ্রাম নগরীতে পুকুর সেচে অস্ত্র উদ্ধার চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পুকুর সেচে অস্ত্র উদ্ধার

নগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি পুকুরের পানি সেচে দেশীয় দুইটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম। গত শনিবার গভীর রাতে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটি থেকে অস্ত্রগুলো পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন পুকুরে নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছ পান।

একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, ওই পুকুর সন্ত্রাসীরা বেশকিছু অস্ত্র ফেলে গেছে। পুকুরে পানি থাকায় অস্ত্র উদ্ধারে কষ্ট হচ্ছিল। পরে পানি সেচে একটি বস্তায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। পরে পুকুরে লোকজন নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছও পান। গত শুক্রবার গভীর রাতে ওই পুকুরের পাড়ে অভিযান চালিয়ে ১৮ জন সন্ত্রাসীকে পাঁচটি কিরিচসহ আটক করেছিল পুলিশ।