Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

‘বিদ্যুৎখাতে ৪১৫ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক’ অর্থ-বাণিজ্য

‘বিদ্যুৎখাতে ৪১৫ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক’

বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রীর পক্ষে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এতথ্য জানান।  

রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম তফসিলি ও অ-তফসিলি সর্বমোট ৬২টি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। তার মধ্যে তফসিলি ব্যাংকের সংখ্যা হল ৫৬টি এবং ৬টি হচ্ছে অ-তফসিলি ব্যাংক।
 

প্রতিমন্ত্রী আরো জানান, উক্ত ৬২টি ব্যাংকের মধ্যে ৫৬টি সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন।

এই বিভাগের অন্যান্য খবর