Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সংঘবদ্ধ বিকাশ প্রতারণা মামলার ১ আসামী গ্রেফতার ফরিদপুর

সংঘবদ্ধ বিকাশ প্রতারণা মামলার ১ আসামী গ্রেফতার

ফরিদপুর জেলার ভাংগা থানার মিয়াপাড়া গ্রামের সিরাজ খলিফার ছেলে মনির খলিফা (২৪) কে সংঘবদ্ধ বিকাশ প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। মনির খলিফা (২৪) বিকাশের এজেন্ট এবং ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে কখনো বিকাশের বস, কখনো জ্বীনের বাদশা, কখনো ওয়েলকাম পার্টির পরিচয় দিয়ে আবার কখনো লটারীর মাধ্যমে টাকা জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারন মানুষকে জিম্মি করে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নেয়। গত ০৪/০২/১৮ খ্রিঃ  তারিখে আসামী বিকাশের বস সেজে ব্যবসায়িক সুবিধার প্রলোভন দেখিয়ে ফরিদপুর সদরের কমলাপুরের বিকাশ এজেন্ট মোঃ মাহাবুবুর রহমানের কাছ থেকে ১৪,৯৯৭/-(চৌদ্দ হাজার নয়শত সাতানব্বই) টাকা হাতিয়ে নেয়। মোঃ মাহাবুবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-০৪ তাং-০২/০৩/২০১৮ খ্রিঃ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড  মামলা দায়ের করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ফরিদপুর জনাব কানাই লাল সরকারের নেতৃত্বে এসআই/নাসির উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাতে ০৫ ঘন্টা অভিযান চালিয়ে গত রাত অুনমান ০৩:২৫ ঘটিকার সময় মনির খলিফাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার দখল হতে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সেট ও সিমকার্ড উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে। মামলাটি তদন্তাধীন।