Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিকেল ৩টায় সমাবেশ করার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের পূর্বেই শুরু হয়।

দুপুরের আগে থেকে রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়।

সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুলিশ শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে বিএনপিকে।

শর্তগুলোর মধ্যে রয়েছে- জনসাধারণের যান চলাচলে বিঘ্ন করা যাবে না; নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে হবে; পল্টনে রাস্তার একটি অংশ ফাঁকা রাখতে হবে; লাঠিসোটা বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র সমাবেশস্থলে আনা যাবে না ইত্যাদি।

গত ১৫ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি না পাওয়ায় সেসব স্থগিত করতে হয়েছে বিএনপিকে।