Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

কালকিনিতে শেখ হাসিনা উইমেন্স কলেজ সাফল্যের শীর্ষে মাদারীপুর

কালকিনিতে শেখ হাসিনা উইমেন্স কলেজ সাফল্যের শীর্ষে

অন্যান্য বছরের ন্যায় এবারেও এইচএসসি পরীক্ষায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত কালকিনি উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ সাফল্যের শীর্ষে রয়েছে। কলেজটি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলে উপজেলায় শীর্ষে এবং জিপিএ গ্রেডিং পদ্ধতিতে মাদারীপুর জেলার মধ্যে ও শীর্ষে রয়েছে। 

এ কলেজটি থেকে ৬৩১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৯২জন উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ২৩জন জিপিএ ৫ অর্জন করেছে। দক্ষিন অঞ্চলের নারী শিক্ষার অগ্রদুত উক্ত কলেজটি ১৯৯৫ইং সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তাদের এ ভালো ফলাফল উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শুক্রবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ র‌্যালী করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, প্রফেসর দেলোয়ার হোসেন বাবলু ও সৈয়দ জামান প্রমুখ।