Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

শাহদাব আকবর এর কবিতা ‘বৈরী মন’ শিল্প ও সাহিত্য

শাহদাব আকবর এর কবিতা ‘বৈরী মন’

সমুদ্রটা থমকে আছে- মনের ভেলায় ভাসছি অথৈ জলে
কুলহীন বিস্তীর্ন জলরাশি
নীল আকাশ- ছোপ ছোপ মেঘ - ঢেকে আছে সুবিশাল সাগরটাকে
মাঝে মধ্যে মৃদু ঢেউ দোল দিয়ে যায়
বলে কে তুমি ? কেন ভাসছো এই অতল জলে
নির্বাক আমি চেয়ে আছি আকাশ পানে এক পলকে
নিস্প্রাণ চোখ জলহীন শুকনো পাথর
অন্তরের কথাও যেনো আর শুনতে চায় না
ভাসছি তো ভাসছিই- ভেসে চলেছি গভীর থেকে গভীরে
মনে আজ আর কোন প্রশ্ন উঁকি দেয় না
নিস্তেজ নিথর দেহ ভেসে চলেছে অজানার পথে
 সূর্য অস্তাগত- ক্ষীন লাল আভা ধীরে ধীরে অন্ধকারে মিলে যাচ্ছে
প্রাণ প্রদীপটা বুঝি এই বন্ধ হবে মিলে যাবে ঐ অন্ধকারে।