Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

গাভীর পেটে বাচ্চা : এক লাইসেন্সে ৭ জনের ব্যবসা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে কসাইকে জরিমানা খুলনা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে কসাইকে জরিমানা

পাইকগাছায় গাভীর পেটে বাচ্চা থাকাবস্থায় জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত এক কসাইকে জরিমানা করে কেরোসিন ঢেলে মাংস নষ্ট করেছে। অন্যদিকে, এক লাইসেন্সে ৭ ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করে মাংস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। 

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল জানান, বুধবার সকালে পৌরসভার মাংস বাজারে ইসমাইল হোসেন নামে এক কসাই পেটে বাচ্চা থাকাবস্থায় জবাই করে মাংস বিক্রিকালে পার্শ্ববর্তী কসাইদের নজরে আসলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আউয়াল ঘটনাস্থলে পৌছিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইসমাইলকে ৫ হাজার টাকা জরিমানা করে ৫৫ কেজি মাংসে কেরোসিন ঢেলে নষ্ট করে দেন। 

অন্যদিকে, অভিযোগ উঠেছে এ জাকির নামে এক কসাইয়ের লাইসেন্সে সবুর, খালেক সহ ৭ ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করে মাংস বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে। আদালত চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরে আসলে লাইসেন্সের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে লাইসেন্স ও মূল্য তালিকা না টানালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।