Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

সুনামগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম সুনামগঞ্জ

সুনামগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধের আত্মোসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে ও ৩০ লাখ বৃক্ষরোপন হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। 
আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লা খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, নারী নেত্রী শিলা রায় প্রমুখ।  জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। তাই সবাইকে বৃক্ষরোপন কর্মসূচীতে এগিয়ে আসার আহবান জানান।  

 

এই বিভাগের অন্যান্য খবর