Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুর

মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন

‘স্বয়ংসম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেন করেছে ফরিদপুর জেলা মৎস্য বিভাগ ও উপজেলা মৎস অফিস।

বুধবার সকাল ১১টায় শহরের হারুকান্দি জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এই  সংবাদ সম্মেন অনুষ্ঠিত হয় । 

সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের মৎস্য সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফরিদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দী, খামার ব্যবস্থাপক সৈয়দ শাহজাহান, প্রশিক্ষক মো. খায়রুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও বুধবার দুপুর ১২টায় সালথা উপজেলা মৎস্য অফিসে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্যেগে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশের সাথে এই উপজেলায় ১৮ জুলাই  থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহ-সভাপতি আবু নাসের হুসাইন, এম.কিউ হোসাইন বুলবুল, দপ্তর সম্পাদক মজিবর রহমান, সদস্য আজিজুর রহমান, মনির মোল্যা প্রমূখ। 

একই সময়ে ফরিদপুরের মধুখালী উপজেলা মৎস অফিস  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ শিরীন শারমিন খাঁন ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের অবহিত করেন। 

এছাড়া জেলার অন্যসব উপজেলা মৎস অফিসে স্ব স্ব উপজেলা মৎস কর্মকর্তা নিজ কার্যালয়ে সাংবাদিকদের অবহিত করেন।