Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার সকল পদক্ষেপ গ্রহন ও কার্যক্রম শুরু মাগুরা

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার সকল পদক্ষেপ গ্রহন ও কার্যক্রম শুরু

সংসদ সদস্য মেজর জেনারেল (অব) আব্দুল ওহাব বলেছেন দেশে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার সকল পদক্ষেপ গ্রহন ও কার্যক্রম শুরু করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে আধুনিক ভবন নির্মান, ছাত্রছাত্রীদের বিনা মূল্যে পাঠ্যপুস্তক ও খেলার সামগ্রী বিতরণ ও উপবৃত্তির টাকা তিরণ করা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের  কোন বিকল্প নাই।তিনি গতকাল মাগুরা জেলার রাউতড়া হ্রদয় নাথ স্কুল এ্যন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে শিক্ষক, ছাত্র,অবিভাবক ও ম্যানেজিং কমিটির এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বক্তৃতা  করেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি খান তানজেল হোসেন,কবীর হোসেন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্টানে বক্তা গণ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহবান জানান।