Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘আমি বরঞ্চ প্রেমিক হবো’ শিল্প ও সাহিত্য

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র প্রেমের কবিতা ‘আমি বরঞ্চ প্রেমিক হবো’

কষ্ট পেয়ে মানুষগুলো কেনো নদী হতে চায়!
নদী শুধু কাঁদতে জানে, নদী তো আর পাথর ধরে রাখতে পারে না-
তার চেয়ে আমি বরঞ্চ প্রেমিক হবো; বুকে করে অসহ্য পাথরের ভারে দুর্বিষহ বাঁচব ভীষণ!
প্রেমিকেরা কাঁদতে জানে না, তারা বুকের মধ্যে দুঃসহ গড়া ওঠা আশ্চর্য পাথরে পাথরে আগুন জ্বালাতে জানে!
আমি না হয় প্রেমিক হবো- আগুন জ্বালিয়ে পোড়াব শশ্মান, পৃথিবীর সকল প্রত্যাখ্যাত প্রেমিকের জীবাশ্ম জীবন্ত মৃতদেহ!

তবে আমি বুঝতে পারি না, প্রেমিক হবার পর মানুষগুলো কেনো এমন নিঃস্ব হয়ে যায়!

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাংবাদিক।
‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’- তে প্রকাশিত চারটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ফেইসবুক সার্চ : Foysal Habib Sany
গুগল সার্চ : ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চ : ফয়সাল হাবিব সানি