Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মো: জহিরুল হোসাইন খান নাছিম এর কবিতা ‘কে তুমি’ শিল্প ও সাহিত্য

মো: জহিরুল হোসাইন খান নাছিম এর কবিতা ‘কে তুমি’

কখনো মনে হয়
তুমি আমার সবচেয়ে আপন,
কখনো মনে হয়
তুমি মহা-শত্রু নও আস্থাভাজন।

কখনো মনে হয়
তুমি আমার হৃদয়ের স্বপ্নবিলাস
কখনো মনে হয়
তুমি ঔদ্ধত্য আমায় করতে সর্বনাশ! 

কখনো মনে হয় তুমি স্বর্ণলতার মত 
আছো জড়িয়ে দেহের প্রতিটি স্তরে,
কখনো মনে হয় তুমি নাগিনী রূপে
ছোবলের অপেক্ষায় আছো ঘাপ্টি মেরে।

কখনো মনে হয় আমার একটু বে-খেয়াল
তুমি করবে নাজেহাল
কখনো মনে হয়, সকল মুসিবতে তুমি কান্ডারী আমার
একমাত্র নির্ভরশীল হাল।

কে তুমি ? হে রূপসী  মনোহারী
আছো আলো- আঁধারে,
এ কেমন খেলা খেলছো তুমি
প্রতিটি ক্ষণে আমাকে ঘিরে?