Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ফরিদপুরে রথযাত্রা উৎসব থেকে সকল ভেদাভেদ ভুলার জয়গান ফরিদপুর

ফরিদপুরে রথযাত্রা উৎসব থেকে সকল ভেদাভেদ ভুলার জয়গান

নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরন কালের বড় রথযাত্রা উৎসব হলো পালিত হলো এবার ফরিদপুরে। গতকাল শনিবার বিকেলে ফরিদপুর ইসকন মন্দির থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা র‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তগন অংশগ্রহন করে। রথযাত্রা র‌্যালীটি ইসকন মন্দির থেকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত গিয়ে আবার ইসকন মন্দিরে এসে শেষ হয়। এর আগে ইসকন মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র আওয়ামীলীগ নেতা শ্যামল ব্যানার্জী, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা, এ্যাড. স্বপন পাল, নারায়ন চক্রবর্তী প্রমুখ। 
আলোচনা সভায় বক্তরা রথযাত্রা উৎসব থেকে সকল ভেদাভেদ ভুলে মানুষের জয়গানের কথা বলেন। এতে পরস্পর সহমর্মিতা যাতে জাতিতে জাতিতে আরো বেশী দৃঢ় হয় সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।    
২২ জুলাই ফিরতি রথ উৎসবের মাধ্যমে এ রথযাত্রার আনুষ্ঠিকতা শেষ হবে।    
উল্লেখ্য প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবধারায় সীমাবদ্ধ না থেকে উৎসবটি এখন সর্বজনীন হয়ে উঠেছে।