Opu Hasnat

আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার ২০২১,

ভিডিও এর লিঙ্ক : www.youtube.com/watch?v=PRK7J87uqzY

লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে বিনোদন

লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে

ইউটিউবে প্রকাশিত হলো ‘ঘুরি তুমি কার আকাশে উড়ো’ গানটির জনপ্রিয় শিল্পী লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’-এর মিউজিক ভিডিও।

জানা গেছে, ঈদ উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে লুৎফর হাসানের চতুর্থ একক অ্যালবাম ‘বিরহ উদ্যান’। আর তার আগেই ইউটিউবে মুক্তি দেয়া হলো অ্যালবামটির টাইটেল সং এর মিউজিক ভিডিও।

ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন লুৎফর হাসান নিজেই এবং এর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এই গানের গীতিকার ইশতিয়াক আহমেদ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন ইকরাম এবং লিজা।ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সোলায়মান।

ভিডিও এর লিঙ্ক : www.youtube.com/watch?v=PRK7J87uqzY