Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বালিয়াকান্দিতে দুঃস্থ মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন রাজবাড়ী

বালিয়াকান্দিতে দুঃস্থ মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকালে দুঃস্থ মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে দুঃস্থ ও অসহায় মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসুচি হাজী মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, বালিয়াকান্দি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির পিও মুন্সি মোঃ ইব্রাহিম, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন, সম্পাদিকা মোছাঃ নাসিমা বেগম, সেলাই প্রশিক্ষক মমতাজ বেগম, প্রশিক্ষনার্থী সেলিনা, কাকলী, ঝর্না আক্তার, রুমা, লামিয়া, রাফিজা আহম্মেদ রুমা, জাহানারা বেগম প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরীতে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।