Opu Hasnat

আজ ১৭ ফেব্রুয়ারী রবিবার ২০১৯,

গাঁজা সেবনের সময় চবির ৫ ছাত্র আটক চট্টগ্রাম

গাঁজা সেবনের সময় চবির ৫ ছাত্র আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল থেকে পাঁচ শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় আটক করেছে প্রক্টরিয়াল বডির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হলের ১৫১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- অর্থনীতি বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মইনউদ্দীন আমানউল্লাহ, বাংলা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল তামজীদ ও বাংলা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের ইমামুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র  বলেন, গাঁজা সেবনকালে আটক পাঁচজনকে হাটহাজারী পুলিশকে সোপর্দ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, আটক ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।