Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৯,

ঝিনাইদহে ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠীদের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপন প্রকল্পের উদ্বোধন ঝিনাইদহ

ঝিনাইদহে ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠীদের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপন প্রকল্পের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নোর বৈডাঙ্গা গ্রামে বিদ্যুৎ বিহীন ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠীদের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। 

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইমলাম, চেয়ারম্যান আলাউদ্দীন প্রমুখ। প্রধান অতিথি অন্ধকার ঘরে সৌর বিদ্যুৎ এর বাতি উদ্ভোধন করার সাথে সাথে আলোর ঝলকানিতে এলাকা ঝক ঝক করে উঠে। এসময় বিদ্যুৎ বিহীন ক্ষুদ্র ও নৃতান্তিক গোষ্ঠীদের মানুষ গুলো আনন্দে মেতে উঠে।