Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৯,

এ বছর ফরিদপুরে সাড়ে তিন লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল খাবে স্বাস্থ্যসেবাফরিদপুর

এ বছর ফরিদপুরে সাড়ে তিন লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল খাবে

দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসাবে ফরিদপুরের সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে এ কর্মশালা উদ্ধোধন করা হয়।  

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ আফজাল হোসেন। পরে কর্মশালা বিষয় বস্তু নিয়ে ডিসপ্লের মাধ্যমে উপস্থাপন করেন ডা. মো. জিকো।  কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ শাহজাহান কবির চৌধুরী, প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন, সাংবাদিক জাহিদ রিপন, পান্না বালা প্রমুখ। 

কর্মশালা থেকে জানানো হয়, এ বছর ফরিদপুর জেলায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।