Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছায় সাংবাদিকদের সাথে সাবেক এমপি সোহরাব আলী সানার মতবিনিময় খুলনা

পাইকগাছায় সাংবাদিকদের সাথে সাবেক এমপি সোহরাব আলী সানার মতবিনিময়

 
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব ভবনে মতবিনিময়কালে অন্যান্য প্রার্থীদের সমালোচনা না করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ নেত্রী। তিনি যাকে ভাল বুঝবেন তাকে মনোনয়ন দিবেন। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা যেভাবে একে অপরকে সমালোচনা করছেন তাতে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এটা তিনি পছন্দ করেন না বলে জানান। এক্ষেত্রে যিনি মনোনয়ন পাবেন এবং যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে তার সাথে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি নির্বাচিত হলে সর্বপ্রথম পাইকগাছা-কয়রার ভেঁড়ি বাঁধ, নদী খনন করে পূর্ব ধারায় ফিরিয়ে নেয়া, এলাকা মাদকমুক্ত সহ জনগণকে সাথে নিয়ে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। পাইকগাছা প্রেসক্লাবকে একটি আধুনিক প্রেসক্লাবে রূপান্তরিত করব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, বিভূতি ভূষণ সানা, শংকর দেবনাথ, তপন বাইন, সাবেক চেয়ারম্যান সরদার আনিছুর রহমান, গাজী শফিকুল ইসলাম, আব্দুস সবুর, জি,এম, ইকরামুল ইসলাম, বিমল দেবনাথ, রমজান আলী, শেখ আবুল কালাম আজাদ, শিমুল গাজী, মীর শাহিন হোসেন, আবু সাঈদ, শ্রমিকলীগনেতা হিরু, আব্দুল জব্বার বাবলু, শেখ মিথুন মধু, সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।