Opu Hasnat

আজ ২২ জুলাই রবিবার ২০১৮,

বড়াইগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত নাটোর

বড়াইগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে  ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে  বিশ^ জনসংখ্যা দিবস। বুধবার (১১ জুলাই) সকালে এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা প.প অফিসার মো. হাবিবুর রহমান,  মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম,  উপজেলা সমন্বয়কারী অফিসার ইমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।