Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০১৯,

ঝিনাইদহে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে

সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ

সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিভির সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ই জুলাই সারা দেশে শিশুদের ভিটামিন এ- ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে জনগনকে সচেতন করার লক্ষে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় আরো বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ ও সাধারন সম্পাদক এ্যাড. শেখ সেলিম। তাছাড়া জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন। 

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা জানান,  ঝিনাইদহ জেলায় এবার ২লক্ষ ৬১ হাজার ৩৫০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।