Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৯,

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়কসহ ১৬ নেতাকর্মী আটক দিনাজপুর

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়কসহ ১৬ নেতাকর্মী আটক

দিনাজপুরে গোপন বৈঠক করার সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক বখতিয়ার আহমেদ কচির বাড়িতে পুলিশ গেলে সেখান থেকে ১৬ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৫টি ককটেল। তবে বৈঠকে উপস্থিত থাকা অনেকেই পালিয়ে গেছে। 
তিনি জানান, খালেদা জিয়ার মামলার আপিলের শুনানীর রায়ের দিনে নাশকতা ঘটনানোর উদ্দেশে আটকরা গোপন বৈঠক করছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

 

এই বিভাগের অন্যান্য খবর