Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর রবিবার ২০১৮,

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘কলংকের সিল মারে’ শিল্প ও সাহিত্য

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘কলংকের সিল মারে’

যে কোন সমাজে
গবেষনার ফলাফলে
নারীরাই সবখানে এগিয়ে 
আন্দোলনকে রেখেছে
বেগবান স্বযত্নে বাঁচিয়ে!

নারীর ভালোবাসা বীরত্ব গাঁথা আন্দোলন
ভুলে যেতে পারে কেউকী কখন
কৃষক সমাজে নারী পুর্নবাসনের ক্ষেত্রে 
কয়েক ধাপ নারীরাই এগিয়ে
ইতিহাসই কথা বলে!

ব্যর্থ তেভাগা আন্দোলন 
স্বার্থক নারীর আন্দোলন 
অথচ এ নারীরে
আঁচল ছিঁড়ে ছিঁড়ে
কত ঘৃনা করে!

নারীর প্রতিমা গড়ে
দুগ্গা দুগ্গা বলে
হৃদয়ের উৎসবে
শত শত ফুলে
পূজা হয় পদতলে!

মানুষ সামান্য অতি 
কীভাবে করে ক্ষতি 
নারী বিনে ক্ষয়
দেখবে জগৎময়
আসবে যখন মহাপ্রলয়!

কবিতায় কত উপমা
তুমিই মৃন্ময়ী-নিরূপমা
তুমি যামিনী তুমি শশী
তোমার রূপে মুগ্ধ আমি।

অথচ সুযোগ পেলে
র‌্যালীর বেড়া জালে
জননীর কাপড় খুলে
কলংকের সিল মারে!

রচনার স্থান: শাইনি শিপিং সাভির্সেস, খুলনা
২৩/০৭/২০১৭ খ্রি: