Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ঝিনাইদহে প্রতিবন্ধীদের আয় বর্ধক প্রশিক্ষণ কর্মশালা শুরু ঝিনাইদহ

ঝিনাইদহে প্রতিবন্ধীদের আয় বর্ধক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঝিনাইদহে পল্লী সমাজ সেবা ও প্রতিবন্ধীদের আয় বর্ধক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ সেবা অধিদপ্তরের সহযোগীতায় জাইকা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এ প্রশিক্ষণ।

মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুর রহমানসহ সুধিজন ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সদর উপজেলার দৃষ্টি, শারীরিক, বৃদ্ধি প্রতিবন্ধী সহ মোট ৩৫ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষনের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। ফলে তারা সমাজের বোঝা না হয়ে প্ররিনত হবে সম্পদে।