Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

ফরিদপুরে নবাব আবদুল লতিফের ১২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ফরিদপুর

ফরিদপুরে নবাব আবদুল লতিফের ১২৫তম  মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা


বাঙ্গালী শিক্ষা জাগরণের অগ্রদুত, ফরিদপুরের গৌরব পুরুষ নবাব আবদুল লতিফের ১২৫ তম মৃত্যুদিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনাসভা ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে। 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নবাব আবদুল লতিফ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন।
সংগঠনের সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক এমএ সামাদ, লেখক মফিজ ইমাম মিলন, লেখক মঈনুদ্দিন আহমেদ, সদস্য সচীব মো. মনিরুল ইসলাম টিটো, কবি রাজ্জাক রাজা প্রমূখ। এসময় তারা নবাব আব্দুল লতিফের জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা করেন। 

বক্তারা বলেন, নবাব আবদুল লতিফ ইংরেজী শিক্ষা গ্রহনে পিছিয়ে থাকা বাঙ্গালী ও মুসলিমদের মধ্যে গণজাগরন সৃষ্টি করে। যার ফলশ্রæতিতে পিছিয়ে থাকা মানুষেরা অগ্রগামী হন। তারা আরো বলেন, নবাব আব্দুল লতিফ নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের অলোর পথ দেখিয়েছেন। এসময় বক্তারা তার স্মৃতি রক্ষায় জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে তার বাড়িটি সংরক্ষণ করে মিউজিয়াম স্থাপনের দাবী জানান।