ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ফরিদপুর / 
ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা এলাকায় একটি পুকুরে ডুবে দুই প্রতিবেশী শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই এলাকার লোকমান সেকের কন্যা তাবাসুম(৭) ও জাকির মৃধার পুত্র শাফায়েত(৬)। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে তাবাসুম স্থানীয় কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে ও শাফায়েত স্থানীয় সফিস্টিকেডেট কিন্ডার গার্ডেন স্কুলে নার্সারীতে পড়াশুনা করতো।
প্রতিবেশী মাহবুবুল ইসলাম পিয়াল জানান, আজ সকাল ১১টার দিকে ফরিদপুরের শহরের দক্ষিন টেপাখোলা এলাকার সালাম মৃধার পুকুরে প্রতিবেশী দুই শিশু তাবাসুম ও শাফায়েত খেলা করতে গিয়ে পড়ে যায়। এসময় বাড়ীর লোকজন তাদেরকে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে একজনকে ভাসতে দেখে পানিতে নেমে আরো একজনকে উদ্ধার করে। পরে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কত্যর্বরত ডাক্তার দুইজনকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে থেকে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাদের দুইজনকেই মৃত ঘোষনা করে।
এদিকে এলাকায় দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।