Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র কবিতা ‘কাঠগোলাপ ও আমরা’ শিল্প ও সাহিত্য

তরুণ কবি ফয়সাল হাবিব সানি’র কবিতা ‘কাঠগোলাপ ও আমরা’

আমাদের ব্যালকনির পাশে সদ্য ষোলোপ্রাপ্ত একটি কাঠগোলাপ গাছ ছিলো।
তেমনি অদ্ভুতভাবেই আমাদের দূরত্ব ছিলো সেই কাঠগোলাপ গাছটি!
জানেন, আমাদের দু’জনের মাঝে প্রতিদিন একটি করে শুকনো কাঠগোলাপ শুয়ে থাকত-
আর আমরা এই কাঠগোলাপের সহজ বাধা পেরিয়ে কখনোই দু’জন দু’জনকে ছুঁতে পারেনি, এতোটা বেশি কাছে আসতে পারেনি কখনোই- যতোটা কাছে আসলে মনে হয় আরও বেশি কাছে আসি, ঠিক যতোটা কাছে কখনো আসতে পারেনি মানুষ, পারেনা মানুষ ঠিক ততোটাই!

নারীরা ফু্লরে মতো শুশ্রুষাপ্রিয় বলেই হয়তো তুমি সেদিন গোলাপের মতো ফুটেছিলো কাঠের প্রেমার্দ্র হৃদভ্রুণে; আর কাঠগোলাপ সেই থেকেই উন্মোচন করলো তার সৃষ্টির রহস্য তত্ত্ব... কীভাবে আমি বৃক্ষরূপী কাঠ হয়েছিলাম, যার শরীরজুড়ে ছিলো প্রিয়তমেসু গোলাপের অসহনীয় উষ্ণতা!

আজ থেকে প্রায় দুইশ বছর আগে আমরা নিজেরাই আশ্চর্য কাঠগোলাপ ছিলাম।
আর এখন প্রত্যহ ‘কাঠগোলাপ’ নামক আমাদের মৃত্যু হচ্ছে অসংখ্য প্রত্যাখ্যাত প্রেমিকের পবিত্র পদপৃষ্ঠের চুম্বনে !

ফয়সাল হাবিব সানি
‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’- তে প্রকাশিত চারটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ফেইসবুক সার্চ : Foysal Habib Sany
গুগল সার্চ : ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চ : ফয়সাল হাবিব সানি