Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

দুর্গাপুরে মানববন্ধন স্মারকলিপি পেশ দিনাজপুর

দুর্গাপুরে মানববন্ধন স্মারকলিপি পেশ

নেত্রকোণার দুর্গাপুরে কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষকদের অংশগ্রহনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্তরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে শিক্ষক হত্যায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক পল্টন হাজং, মন্টু সরকার, হাবিব উল্লাহ্ প্রমুখ। উল্লেখ্য: গত রোববার সকালে কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পরীক্ষর  ফি দেয়া নিয়ে চান মিয়া নামে এক ছাত্র অভিবাবক ও তার লোকজন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে মেরে আহত করে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক দেলোয়ার হোসেন মারা যান। এ নিয়ে সোমবার মৃতের ভাই আলাল উদ্দিন সহ ১৮ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়।