Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

চারশ বছরের ঐতির্য্য আজও বয়ে চলেছে কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ

চারশ বছরের ঐতির্য্য আজও বয়ে চলেছে  কুতুব শাহ মসজিদ

হাওড়ের রানী খ্যাত ইতিহাস ও ঐতির্য্যর  এক অপূর্ব নিদর্শন কিশোরগঞ্জের একটি  উপজেলা অষ্টগ্রাম। কিশোরগঞ্জের অষ্টগ্রামের বেশ কিছু বিখ্যাত নিদর্শনের মধ্যে পাঁচ গম্ভুজবিশিষ্ট কুতুব শাহ মসজিদ।

দেশের ঐতির্য্যবাহী  পুরাকীর্তিগুলোর মধ্যে অন্যতম এ মসজিদটি। মসজিদটি প্রায় ৭০ শতাংশ ভুমির উপর অবস্থিত।  মসজিদটিতে পাঁচটি গম্ভুজ রয়েছে, ভেতরের মাঝে অবস্থিত গম্ভুজটি বৃহৎ। 

মসজিদটি আয়তকার। দের্ঘ্যে বাইরের দিক থেকে প্রায় ৪৫ ফুট। চার কোনায় আট কোনাকার বুরুজ রয়েছে। মসজিদের  কার্নিশগুলো বাকানো ও দৃষ্টিনন্দন।

পূর্ব ও পশ্চিমের দেয়ালের উচ্চতা ৫ ফুট এবং উত্তর ও দক্ষিনের দেয়াল প্রায় সাড়ে চাড় ফুট। মসজিদ সংলগ্ন মাজারকে কেন্দ্র করে প্রতিবছর মাঘ মাসের শেষ শুক্রবারে ওরস মোবারক হয়।
 
এলাকাবাসীর অভিযোগ সরকার ও প্রশাসন মসজিদ ও মাজারের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করলে চারশ বছরেরও অধিক সময়ের এ স্থাপনাগুলি পর্যটকদের আকর্ষন করবে পাশাপাশি ঐতিহাসিক এ নিদর্শনটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।