Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

কুমিল্লায় বিধবা ধর্ষকের যাবজ্জীবন কুমিল্লা

কুমিল্লায় বিধবা ধর্ষকের যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দিতে বিধবাকে ধর্ষণের দায়ে কবির হোসেন নামে এক ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৯ নভেম্বর জেলার দাউদকান্দি উপজেলার গোপালপুর গ্রামের এক বিধবার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে একই গ্রামের কবির হোসেন। বিষয়টি কাউকে জানালে ওই বিধবাকে প্রাণনাশের হুমকিও দেয় ধর্ষক কবির। পরে ঘটনাটি ধর্ষকের অভিভাবকদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ধর্ষণের কারণে ওই বিধবা সন্তান সম্ভবা হয়ে পড়ায় বাধ্য হয়ে ২০০২ সালের ১১ মে কবির হোসেনকে অভিযুক্ত করে দাউদকান্দি থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ জুলাই ধর্ষক কবির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।