Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

লামায় মাটির ঘর ধসে একই পরিবারের নিহত ৩ বান্দরবান

লামায় মাটির ঘর ধসে একই পরিবারের নিহত ৩

বান্দরবানের লামা উপজেলায় মাটির ঘর ধসে পড়ে একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বেলা ২টায় উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহতরা হল- কালাইয়ার আগা এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের মেয়ে হালিমা আক্তার (৩)। 

ঘটনাস্থল থেকে নিহত হানিফের পার্শ্ববর্তী বাসিন্দা মো. শহিদুল ইসলাম মাষ্টার জানান, দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। হানিফের বসত বাড়ি মাটির দেয়ালের। বৃষ্টিতে ভিজে মাটির দেয়াল নরম হয়ে তাদের গায়ের উপরে ধসে পড়লে ঘটনাস্থলে হানিফ তার স্ত্রী ও মেয়ে মারা যায়।  

নিহতদের লাশ উদ্ধারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, আমি শুনামাত্র ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন পথের মাঝামাঝি রয়েছি।