Opu Hasnat

আজ ১৬ নভেম্বর শুক্রবার ২০১৮,

দুর্গাপুরে জেলা লিগ্যাল এইডের মতবিনিময় সভা নেত্রকোনা

দুর্গাপুরে জেলা লিগ্যাল এইডের মতবিনিময় সভা

নেত্রকোনার দুর্গাপুরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা লিগ্যাল এইড ও উপজেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয় আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন এর সভাপতিত্বে জেলা লিগ্যাল এইডের কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দুর্গাপুর চৌকি মোঃ ফয়সল তারেক। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সহকারী জজ নেত্রকোনা মোঃ আনোয়ার হোসেন সাগর। অন্যদের মধ্যে আলোচনা করেন, আইনজীবি মানেশ সাহা, উপ-পরিদর্শক দুর্গাপুর সার্কেল মোঃ মাহাবুবুল আলম প্রমুখ।