Opu Hasnat

আজ ১৬ নভেম্বর শুক্রবার ২০১৮,

দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সভা নেত্রকোনা

দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সভা

নেত্রকোনার দুর্গাপুরে বুধবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে এর সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে পিকেএসএফ এর অর্থায়নে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ডিএসকের নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে সমন্বয়কারী মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, পিকেএসএফ এর সহকারী ব্যাবস্থাপক মুসলেরুম্মান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, প্রেসক্লাব সভাপতি (ভারঃ) মাইকেল প্রদীপ বাউল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ডিএসকের পরিচালক (্র্ঋণ কার্যক্রম) মোঃ সামসুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম সাজ্,ু ডিএসকের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, সিনিয়র অডিট কর্মকর্তা শামীম আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ নাটক পরিবেশন করা হয়।