Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা হাসান উদ্দিন সরকারের গাজীপুর

সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা হাসান উদ্দিন সরকারের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ (২৬ জুন) সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাসভবন সংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বছিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কিন্তু ভোটা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমার শঙ্কা রয়েছে। কেননা ইতোমধ্যে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মারধর করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, আমার ১০-১২ জন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানিনা। হাইকোর্টে নির্দেশ মানছেন না তারা।

বিএনপির এই প্রার্থী বলেন, আমি নির্বাচনে আছি থাকব। শেষ পর্যন্ত লড়ে যাব এবং সর্বশেষ ভোট শেষে মন্তব্য করবো।

তিনি বলেন, জনগণ ফলাফল মেনে নিলে আমিও মেনে নিবো।