Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৩ সাতক্ষীরা

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৩

সাতক্ষীরার শ্যামনগর ও সদর উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
 
 
এর মধ্যে দুপুরে শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- গুমানতলী গ্রামের মজিদ মোল্লার স্ত্রী জান্নাতুন্নেছা ও একই গ্রামের শ্রীকান্ত মন্ডলের স্ত্রী জোৎসনা রানী। আহত হয়েছেন ঘের কর্মচারী গুমানতলী গ্রামের মমিন সরদারের ছেলে আনিসুর সরদার। তাকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকে গুমানতলীর একটি ঘেরে কাজ করছিলেন ওই তিনজন। একপর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা ঘেরের রাস্তার ওপর অবস্থান নেন। ঘেরের রাস্তায় অবস্থান নেয়া অবস্থায় দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান  বলেন, বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন। তাছাড়া এক ঘের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
অপরদিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিলের ঘেরে মাছ ধরার সময় সাজু হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন বৈকারী গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে
 
বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।