Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘গোটানো আস্তিন’ শিল্প ও সাহিত্য

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘গোটানো আস্তিন’

কত মাত্রার ব্যারোমিটারে ক্ষতির চেষ্টা
নাকি পরাজয়ের মুকুট হারানোর দুশ্চিন্তা
ভোটের আগে কৌশলী আগুন 
ভোটের পরে গোটানো আস্তিন
যুক্তি তর্কে আর দাঙ্গাবাজে
একে অন্যের দূর্বলতাই খোঁজে।

ক্ষত  করে মানুষের মনকে
আর কত দূরে নিয়ে যাবে
দিনের আলোয় অন্ধকার নামিয়ে
খেয়াল খুশির কাব্যরাজ্য গড়ে
আনন্দে সর্বগ্রাসী কর ছলেবলে 
ছোবল দেয়া বিদ্যা বোকাও বোঝে।

পাঁচিল যতই শক্ত আর মজবুত হউক
তাদের জানা আছে সকল পথ
কষাইখানার  অস্ত্রের একমুখী
লাঠির চারপাশ নিশ্চুপ প্রাণ শতকোটি
তবুও অপেক্ষায় সবে কাঙ্খিত সুদিনের
আসবে যেদিন সকল জল্লাদের ন্যায় বিচারের।

 

২২/০৬/২০১৮খ্রি: শুক্রবার, মধ্যরাত্রি : ৩টা ৩৩মিনিটি।