Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী জাতীয়

বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পানি প্রবাহ বৃদ্ধির মাধ্যমে সরকার বুড়িগঙ্গা নদীর পানি দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে। রোববার (২৪ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
 
মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদীর পানি দূষণমুক্ত করার লক্ষ্যে এক হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের অধীন নিউ ধলেশ্বরী, পুংলী, বংশাই ও তুরাগ নদী খননের মাধ্যমে যমুনা নদী থেকে শুষ্ক মৌসুমে ২৪৫ কিউসেক পানি প্রবাহ নিয়ে বুড়িগঙ্গা নদীতে ১৪১ কিউসেক পানি প্রবাহ বৃদ্ধি করা হবে।
 
তিনি বলেন, এর ফলে শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীর প্রবাহ ও নাব্যতা বৃদ্ধি পাবে এবং পানির দূষণের মাত্রা হ্রাস পাবে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান এবং ২০২০ সালের জুন নাগাদ প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত হবে।