Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

অপহরণ হয়ে যাওয়া সোনালী রায়কে ৪৬ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি দিনাজপুর

অপহরণ হয়ে যাওয়া সোনালী রায়কে ৪৬ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি

অপহরণ হয়ে যাওয়া ৭ম শ্রেণির ছাত্রী সোনালী রায়কে কোতয়ালী পুলিশ ৪৬ দিনেও উদ্ধার করতে পারেনি। তার পিতা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুড়ছে। 

কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়ন দক্ষিন ভবানীপুর গ্রামের গরীব-অসহায় কৃষক শ্রী পুলিন চন্দ্র রায় এর নাবালিকা কন্যা বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সোনালী রায়কে গত ১৪ এপ্রিল তার বড় বোন অসুস্থ্য রুপালী রায় দিনাজপুর শহরের শাহানা ক্লিনিকে দেখতে আসে। সেখান থেকে দুপুর ১টার দিকে দক্ষিন সাদিপুর (মাগুরমারী) গ্রামের মোঃ জয়নালের পুত্র মোঃ রবিউল ইসলাম, দক্ষিন মহেষপুর গ্রামের রবিন চন্দ্র রায় এর পুত্র পঞ্চম রায়, দক্ষিন সাদিপুর গ্রামের মোঃ সেলিমসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সোনালী রায়কে জোরপূর্বক সাদা মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করার পরও তাকে না পেলে তার পিতা নিজে বাদি হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে, মামলা নং-৬০। 

সোনালী রায় এর পিতা পুলিন চন্দ্র রায় জানান, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুড়ছি। অথচ কেউ আমার মেয়েকে এখন পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেনি। উল্লেখ্য উক্ত মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই নয়ন চন্দ্র রায়।