Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে ডোবা থেকে ৩ ভাই-বোনের লাশ উদ্ধার কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ডোবা থেকে ৩ ভাই-বোনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ডোবা থেকে তিন ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৪ জুন) সকালে উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো-করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাংপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে জোনাকী (৯), চাঁদনী (৭) ও ছেলে সাফায়েত উল্লাহ (৪)।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে দুইদিন আগে উত্তর আশতকা গ্রামে বড় খালার বাড়ি বেড়াতে যায় জোনাকী, চাঁদনী ও সাফায়েত। শনিবার দুপুরে ওই বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ির পাশের ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মায়ের সাথে দুইদিন আগে উত্তর আশতকা গ্রামে বড় খালার বাড়ি বেড়াতে যায় জোনাকী, চাঁদনী ও সাফায়েত। শনিবার দুপুরে ওই বাড়ির পাশে খেলতে দিয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ির পাশের ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে।