Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

প্লাস্টিক ও মুদ্রণ শিল্পনগরী হচ্ছে মুন্সীগঞ্জে জাতীয়

প্লাস্টিক ও মুদ্রণ শিল্পনগরী হচ্ছে মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলতি অর্থবছরে ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ ও ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ শীর্ষক দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
 
বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। আমু বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৭৪৭ প্লটে ৭৩৫ শিল্প ইউনিট স্থাপিত হবে এবং ৩৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরও বলেন, সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য সিরাজদিখানে একটি বাফার গোডাউন নির্মাণ কার্যক্রম চলছে।
 
সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় মুদ্রণ শিল্পের জন্য পৃথক শিল্প নগরী স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে।