Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে বিনামুল্যে ছাগল পালন প্রশিক্ষণ নেত্রকোনা

দুর্গাপুরে বিনামুল্যে ছাগল পালন প্রশিক্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর আয়োজনে স্বল্পকরুনীয়া জিবিসি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বুধবার দিনব্যাপি ৫০জন অদিবাসী দুঃস্থ মহিলা সদস্যকে ছাগল বিতরনের লক্ষে বিনামূল্যে এক ছাগল পালন বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় বিরিশিরি ইউনিয়নের স্বল্পকরুনীয়া, গোলপাড়া ও ভূলিগাঁও গ্রামের আদিবাসী দুঃস্থ্য মহিলাদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৫০জন আদিবাসী মহিলাদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কনসালটেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, আইইডিএস এর প্রোগ্রাম অফিসার মার্সোলিনা ঘার্গ্রা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।