Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি সংগঠনটির বিরুদ্ধে 'প্রতারণাপূর্ণ ও স্বার্থপর' আচরণের অভিযোগ এনেছেন। গত বছরও নিকি হ্যালি এ কাউন্সিলটির বিরুদ্ধে 'ইসরায়েল বিরোধী' আচরণের অভিযোগ করেন। যুক্তরাষ্ট্র কাউন্সিলে নিজের সদস্যপদ রাখার বিষয়টি বিবেচনা করবে বলেও সেসময় হুমকি দিয়েছিলেন তিনি।

২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। মানবাধিকার লঙ্ঘন করেছে এমন দেশগুলোকে সদস্য বানানোর কারণে জেনেভাভিত্তিক এ কাউন্সিলটিকে ঘিরে বিতর্ক আছে। সূত্র: বিবিসি