Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ নোয়াখালী

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত প্রিয়া বেগম (২০) নোয়াখলা ইউনিয়নের সাতরা গ্রামের ননা মিয়ার মেয়ে। তার স্বামী মো. আল আমিন সাহাপুর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। 

নিহত প্রিয়ার মা হালিমা খাতুন জানান, দুই বছর আগে আল আমিন ও প্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আল আমিন মাদকাসক্ত হয়ে প্রিয়াকে মারধর করতো। স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে প্রিয়া গত দুই মাস থেকে বাপের বাড়িতে অবস্থান করছিল। আজ রবিবার বিকেলে আল আমিন প্রিয়াকে নিজ বাড়িতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের করে সাতরা গ্রামের বাবু মেম্বারের বাড়ির পাশের সড়কের ওপর গলা কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চাটখিল-সোনাইমুড়ী সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্যাহ আল মাসুম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আল আমিন অভিযুক্ত পলাতক রয়েছে।