Opu Hasnat

আজ ১৭ ফেব্রুয়ারী রবিবার ২০১৯,

গাজীপুরে ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু নারী ও শিশুগাজীপুর

গাজীপুরে ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু

গাজীপুরে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে চার শিশুর মুত্যু হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে শিশু রয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদে আনন্দ করার জন্য ৭/৮ জন শিশু একটি নৌকা নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে চার শিশু পানিতে তলিয়ে যায় এবং বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে।