Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক বিরোধী প্রচার অভিযান ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক বিরোধী প্রচার অভিযান

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে জনগনের মাঝে লিফলেট বিতরন, যানবাহনে স্টিকার লাগানো হয়। পৌর সদরের প্রধান সড়ক গুলিতে এ প্রচার অভিযান চালানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, এস আই সানোয়ার হোসেন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল সিকদার প্রমুখ।