পরম মমতায় এতিম শিশু মুখে ইফতার তুলে দিলেন মন্ত্রী কন্যা চৈতি রাজবাড়ী / 
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সহকারী ও একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে শহরের সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শিশু পরিবারে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সহকারী ও একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সেতু ইসলাম, পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারন সম্পাদক নাসরিন সুলতানা প্রমুখ।
এ সময় শিশু পরিবারের এতিম শিশুদের পরম আদরে কাছে টেনে নেন মন্ত্রী কন্যা, একে একে প্রতিটি শিশুর খোজ খবর নেন তিনি। এ সময় মন্ত্রী কন্যা চৈতি বলেন, আমি সব সময় চেষ্টা করবো ওদের পাশে ছায়ার মতো থাকতে, চেষ্টা করবো ওদের অভাব পুরনে ভুমিকা রাখতে। সময় পেলে শিশূদের সাথে সময় দিতে আসবো।